তিউনিসিয়ায় বোমা হামলায় নিহত ১৫
প্রকাশ: ২০১৫-১১-২৫ ১১:২৬:৩০
তিউনিসিয়ায় একটি বাসে বোমা হামলার ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। দেশটির রাজধানী তিউনিসে মঙ্গলবার সন্ধ্যায় প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীদেরকে বহনকারী একটি বাসকে লক্ষ্য করে ওই হামলা চালানো্ হয়েছিল বলে সিএনএনকে জানিয়েছেন এক কর্মকর্তা।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গাড়িটি পার্ক করা ছিল। সেসময় গাড়িটিকে বিস্ফোরণ করা হয়। রাজধানীর ওই স্থানে মূলত নিরাপত্তা কর্মীরা গাড়ি পার্ক করে ওঠা নামা করে। এটি একটি জনবহুল এলাকা।
ওই বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত করছে। এটি কোনো জঙ্গি হামলা কীনা তা খতিয়ে দেখা হচ্ছে।
দেশটিতে এ ধরনের হামলার ঘটনা খুব কমই ঘটে। তবে এ বছরই দেশটিতে দুটি বড় ধরনের হামলার চালানো হয়েছিল। দেশটির বার্ডো মিউজিয়ামে মার্চ মাসে এবং সমুদ্রসৈকতে অবস্থিত একটি হোটেলে জুনের দিকে রক্তক্ষয়ী হামলা চালানো হয়েছিল।