আরো বাড়তে পারে স্বর্ণের দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-১২ ১৩:৩৫:৪৫


চলমান যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার সাম্প্রতিক বিরোধ বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম চাঙ্গা করে তুলেছে। এ ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের স্পটমার্কেটে প্রতি আউন্স স্বর্ণ ১ হাজার ৫৫০ ডলারে বিক্রি হচ্ছে। আগামী দিনগুলোয় মূল্যবান ধাতুটির দাম আরো বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।

লন্ডনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান মেটাল ফোকাসের পরিচালক ফিলিপ নুম্যান বলেন, বড় ধরনের নাটকীয় পরিবর্তন ছাড়া মধ্যপ্রাচ্য পরিস্থিতি সহসাই শান্ত হওয়ার সম্ভাবনা ক্ষীণ। এ কারণে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ উৎস হিসেবে দীর্ঘমেয়াদে স্বর্ণের প্রতি আস্থা রাখবেন। এতে মূল্যবান ধাতুটির চাহিদা বাড়বে। এ পরিস্থিতি বছরজুড়ে স্বর্ণের বাজারকে চাঙ্গা রাখতে পারে। মূল্যবান ধাতুটির দাম আউন্সপ্রতি ১ হাজার ৫০০ ডলারের ওপরে থাকতে পারে।

যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার বিশ্লেষক নিগম অরোরা বলেন, চলতি বছর আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের সর্বনিম্ন দাম থাকতে পারে ১ হাজার ৪৫০ ডলার। মূল্যবান ধাতুটির সর্বোচ্চ দাম আউন্সপ্রতি ১ হাজার ৭০০ ডলারে উঠতে পারে। ভূরাজনৈতিক উত্তেজনার পাশাপাশি মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতি স্বর্ণের বাজারে প্রভাবক হিসেবে কাজ করবে। ফেডের পক্ষে সুদহার বাড়ানো সম্ভব না হলে স্বর্ণের দাম আরো চাঙ্গা হতে শুরু করবে।

হংকংভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জেফরিজের বিশ্লেষক ক্রিস্টোফার উড জানান, বিদায়ী বছরে স্বর্ণের দাম ১৮ দশমিক ৩ শতাংশ বেড়েছে। মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় দীর্ঘমেয়াদে তা ৪ হাজার ২০০ ডলারে পৌঁছতে পারে। ২০১১ সালের ৫ সেপ্টেম্বর প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৯০০ ডলারে উঠেছিল। ক্রিস্টোফার উডের এ প্রাক্কলন সেই রেকর্ড দামের দ্বিগুণেরও বেশি।

সানবিডি/এনজে