যশোরের অভয়নগর উপজেলায় গরুচোর সন্দেহে স্থানীয় জনতার গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। উপজেলার প্রেমবাগ এলাকায় সোমবার (১৩ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এ গণপিটুনির ঘটনা ঘটে।
অভয়নগর উপজেলা পুলিশের পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ভোরে একদল সংঘবদ্ধ গরুচোর চুরি করতে গেলে এলাকাবাসী টের পেয়ে মসজিদে মাইকিং করেন। এ সময় সবাই মিলে তাদের ধাওয়া করে তিনজনকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে দুজন এবং আহত অবস্থায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি মো. তাজুল ইসলাম আরও বলেন, ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
সানবিডি/এনজে