দেশের আর্থিক খাতের আরও একটি প্রতিষ্ঠান যুক্ত হচ্ছে। রোববার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট নামে একটি প্রতিষ্ঠানের অনুমোদন দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রতিষ্ঠানটিকে অনুমোদনের নীতিগত সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ‘পর্ষদ যাচাই বাছাই করে অনুমোদনের নীতিগত সিদ্ধান্ত দিয়েছে।’