মিরসরাইয়ে ট্রাক উল্টে ৭ জন নিহতের ঘটনায় চালক গ্রেফতার
প্রকাশ: ২০১৫-১১-২৫ ১১:৪৯:২৪

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক উল্টে ৭ জন নিহত হওয়ার ঘটনার দেড় মাস পর ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকালে অভিযান চালিয়ে ট্রাক চালককে গ্রেফতার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃত ট্রাক চালকের নাম জানা যায়নি।
মিরসরাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন জানান, গত ১২ অক্টোবর নওগাঁ থেকে চাল বোঝাই একটি ট্রাক চট্টগ্রাম যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোড়ারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ৭ জন ট্রাকের নিচে এবং চালের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













