আমিরের মত একই পরিস্থিতিতে পড়েছি: রহমান

প্রকাশ: ২০১৫-১১-২৫ ১১:৫৬:১৩


Rahman-655x360আমির খানের মন্তব্য নিয়ে যখন ঝড় উঠেছে গোটা দেশে, তখন তাঁর পাশে দাঁড়ালেন এ আর রহমান। মঙ্গলবার তিনি বলেন, আমির খানের মতই তিনি একই পরিস্থিতিতে পড়েছেন মাস দুয়েক আগে।

মুম্বইয়ের রাজা অ্যাকাডেমির ফতোয়া প্রসঙ্গে এই কথা বলেন তিনি। ইরানের ছবি ‘মুহম্মদ’-এর গানে সুর দেওয়ার তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে। সেইসময় দিল্লি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শেষ মুহূর্তে রহমানের অনুষ্ঠান বাতিল করে দেন। বিশ্ব হিন্দু পরিষদ তাঁকে ফের হিন্দুত্বে ফেরানোর জন্য আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, সভ্য সমাজে এই ধরনের ঘটনা স্বাভাবিক নয়। রহমান বলেন, ‘কোনোকিছুই হিংস্র হওয়া উচিৎ নয়। আমরা সবাই সভ্য সমাজের বাসিন্দা। আমাদের গোটা বিশ্বকে দেখিবে দেওয়া উচিৎ যে আমরাই সবথেকে বেশি সভ্য।’

পুরস্কার ফেরত দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, সবকিছুতেই ভদ্রভাবে প্রতিবাদ জানানো উচিৎ। পুরস্কার ফেরত দেওয়াটা ভীষণ নাটকীয়। আমরা মহাত্মা গান্ধীর দেশে থাকি। তিনি দেখিয়ে দিয়েছিলেন হিংস্রতা ছাড়াই আমরা কিভাবে বিপ্লব ঘটাতে পারি।’