বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড ‘শান্তা আমানাহ শরীয়াহ ফান্ডের ১ দশমিক ৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে ট্রস্টি। এর পুরোটাই নগদ। আজ প্রতিষ্ঠানটির ট্রাস্টা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩১ ডিসেম্বর ২০১৯ সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
সূত্র মতে, এই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১৪ পয়সা। আর ইউনিট প্রতি সম্পদ মূল্য (কস্ট প্রাইজ) অনুযায়ী ১০ টাকা ৫৪ পয়সা। আর ইউনিট প্রতি সম্পদ মূল্য (মার্কট প্রাইজ) অনুযায়ী ১০ টাকা ১৫ পয়সা।
উল্লেখ,বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৬১তম সভায় ফান্ডটির খসড়া প্রসপেক্টাসের অনুমোদন দেওয়া হয়। ফান্ডটির উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ফান্ডটির ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।