ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) ঋণের হার নয় শতাংশের বাহিরে রাখার দাবী জানিয়েছে ব্যাংক মালিকদের সংগঠন বিএবি এবং এমডিদের সংগঠন এবিবির। আজ সন্ধায় ব্যাংক মালিকদের সংগঠন বিএবি এবং এমডিদের সংগঠন এবিবির সাথে বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের কাছে তারা এ দাবী জানান। তবে অর্থমন্ত্রী তার মান রক্ষার জন্য অনুরোধ করেছেন তাদেরকে। রাজধানীর গুলশানে বিএবির কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ব্যাংক মালিক ও এমডিদের পক্ষ থেকে দুটি বিষয়ে দাবী করা হয়। এর একটি হলো এসএমই ঋণকে নয় শতাংশের বাহিরে রাখা অন্যটি হলো সরকারী প্রতিষ্ঠানের আমানত ছয় শতাংশ সুদে নিশ্চিত করা। তাহলেই আগামী আগামী এপ্রিল মাস থেকে ব্যাংক আমানতে ৬ ও ঋণে ৯ শতাংশ সুদহার বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করেন তারা।