পুঁজিবাজারের উন্নয়নে অর্থমন্ত্রীকে দেওয়া প্রস্তাব বাস্তবায়নে গঠিত সমন্বয় কমিটির সভা সোমবার অনুষ্ঠিত হবে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পুজিবাজার উন্নয়নে অর্থমন্ত্রীর সাথে অংশীজনের মতবিনিময় সভার যথাযথ বাস্তবায়ন কাজ সমন্বয় ও তদারকির নিমিত্ত আর্থিক প্রতিষ্ঠান বিভাগে গঠিত কমিটি ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকস এসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ও সাধারণ সম্পাদক এর সাথে আলোচনার জন্য উক্ত কমিটির আহ্বায়ক মাকসুরা নূর এনডিসি (অতিরিক্ত সচিব) এর সভাপতিত্বে সোমবার বেলা ২টায় ইনভেস্টমেন্ট কর্পোরেশন জব বাংলাদেশ এর পরিচালনা পর্ষদ কক্ষে এ জরুরি সভা অনুষ্ঠিত হবে।
এদিকে মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলামের সাথে সাক্ষাত করেন বিএমবিএর ছায়েদুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. রিয়াদ মতিন।
সানবিডি/এসকেএস