অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন গোলাম কিবরিয়া
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-১৫ ১৫:১৭:৫৪

প্রকৌশলী মো. গোলাম কিবরিয়াকে অগ্রণী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক পদে পদোন্নতি দেয়া হয়েছে। বুধবার ব্যাংকের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার পদোন্নতির কথা জানানো হয়।
১৯৮৯ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার পদে কর্মজীবন শুরু করেন গোলাম কিবরিয়া।
তিনি শাখা ব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের শিল্প ঋণ বিভাগ, এসএমই ও পল্লী ঋণ বিভাগ, ঢাকা সার্কেল-১, কুমিল্লা ও সিলেট সার্কেলে প্রকিউরমেন্ট অ্যান্ড কমন সার্ভিসেস ডিভিশন, ইসলামী ব্যাংকিং ইউনিট এবং অগ্রণী ব্যাংক ভবন-২-এ প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেন।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













