ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তাড়া খেয়ে ইছামতি নদীতে ডুবে হৃদয় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে তার মরেদহ নদীতে পাওয়া যায়। নিহত হৃদয় মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামের সবুরের ছেলে।
এ ব্যাপারে মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ হোসেন খান জানান, গত ১০ জানুয়ারি রাতে হৃদয়সহ কয়েকজন ভারত থেকে বাংলাদেশে আসছিল। ওই সময় বিএসএফ তাদের ধাওয়া করলে তারা নদীতে ঝাঁপ দেয়। অন্যরা নদী পার হয়ে বাংলাদেশে আসতে পারলেও হৃদয় পানিতে ডুবে যায়। পরে বুধবার সকালে তার মরদেহ ইছামতি নদীতে পাওয়া যায়।
সানবিডি/এনজে