ভুট্টা-আলুর সমন্বিত চাষে কৃষকের দ্বিগুন লাভ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-১৬ ১১:১৩:০৫


কৃষি সমৃদ্ধ উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরের কাহারোলে এ বছর আলূ এবং পিয়াজ চাষে লাভবান হয়েছেন কৃষকরা।ফসলের ভালো দাম পাওয়ায় বিগত বছরের ঘাটতি অনেকটা কাটিয়ে উঠেছেন তারা।

উঁচু এলাকা হওয়ায় এ অঞ্চলে বছরে বিভিন্ন রকম ফসল উৎপাদিত হয়।প্রতিবছর আলু এবং পিয়াজ উঠানোর পরে সাধারণত ভুট্টা লাগিয়ে থাকেন তারা।

তবে ইদানিং এ এলাকার কৃষকরা একই জমিতে নতুন পদ্ধতিতে ভুট্টা এবং আলু চাষ করছেন।

উপজেলার শ্যামনগর এলাকায় গিয়ে দেখা যায়, কৃষকরা বেড আকারে দুই লাইন আলু লাগানোর পরে দুই লাইন ভুট্টা লাগাচ্ছেন।

এই এলাকার রুবেল ইসলাম নামের এক কৃষক সানবিডি প্রতিনিধিকে জানান, ‘‘এই বছর আলু মৌসুমে ২৫ কাঠা জমিতে আমি ৯০ হাজার টাকার আলু বিক্রি করেছি এবং আমার লাভ হয়েছে ৬০ হাজার টাকা। গত বছর এই পদ্ধতিতে আমি অনেক লাভবান হয়েছি। এবছরও  পুনরায় জমি চাষ করে সেখানে বেড করে আলু এবং ভুট্টা লাগিয়েছি।এতে আমি একসাথে দুটি ফসল পাব এবং আমার দ্বিগুন লাভ হবে আশা করছি।’’

আব্দুল হাকিম নামের অপর এক কৃষক সানবিডি প্রতিনিধিকে জানান,‘‘ আমি পিয়াজ উঠিয়ে এই জমিতে আবার আলু এবং ভুট্টা লাগিয়েছি।এতে ভালো ফলনের আশা করছি।’’

একই জমিতে দুই ফসলের এই পদ্ধতি কৃষকের মনে নতুন স্বপের সঞ্চারণা করেছে।যা দেশের কৃষির জন্য নি:সন্দেহে মাইলফলক।

সানবিডি/এনজে