বিজিএমইএর প্রতিনিধি দলের আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর রাজধানীর শ্যামলী সড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করতে থাকা পোশাক শ্রমিকরা।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল শুরু হয়।
এর আগে বেতন-ভাতা বাড়ানো, বকেয়া ও নতুন বছরের ইনক্রিমেন্ট ও ছুটি বাবদ টাকার দাবিতে সকাল ১০টার দিকে শ্যামলীর সড়ক অবরোধ করেন ডায়নামিক ফ্যাশন নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
কল্যাণপুর ও শ্যামলীর মাঝামাঝি সড়কের শ্রমিকদের অবস্থানের কারণে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের অবরোধের ফলে ওই এলাকা দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে ফার্মগেট, মিরপুরসহ বিভিন্ন সড়কে। শ্রমিকদের অবরোধের ফলে দুর্ভোগে পড়েন মানুষ।
দুপুর পৌনে ১২টার দিকে বিজিএমইএ'র একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে উপস্থিত হন। তারা শ্রমিকদের দাবি দাওয়া পূরণের আশ্বাস দিলেও শ্রমিকরা বিক্ষোভ করতে থাকেন। এসময় গণপরিবহন থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায় সাধারণ মানুষদের।
পরে দুপুর ২টার মধ্যে শ্রমিক প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে মালিক সংগঠন ও গার্মেন্ট মালিক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের ঘোষণা এবং দাবি দাওয়া পূরণের আশ্বাস দিয়ে সড়ক থেকে উঠিয়ে দেয়া হয় শ্রমিকদের।
ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি (পদোন্নতিতে এসপি) ওয়াহিদুজ্জামান জানান, গার্মেন্টস শ্রমিকরা সড়কে অবস্থান নেয়ার পরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অপ্রীতিকর কিছু যাতে না ঘটে সেজন্য দ্রুত বিজিএমইএ কর্তৃপক্ষকে জানানো হলে তাদের প্রতিনিধি দল শ্রমিক কারখানার দুই মালিকের সঙ্গে কথা বলেন। এরপর শ্রমিকরা সমঝোতায় আসেন।
সানবিডি/ঢাকা/এসএস