ভোলার চরফ্যাশন উপজেলায় আগুনে ২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়েছেন ক্ষতিগ্র¯’রা।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে চরফ্যাশন বাজারের শরিফপাড়া সেতু সংলগ্ন থানা রোড এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে একটি কাপড়ের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে দুই ঘণ্টার মতো চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিš‘ এর আগেই ২২টি দোকানে থাকা অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মুদি, হার্ডওয়্যার ও গ্যাস সিলিন্ডারের দোকানও ছিল। আগুনে অন্তত দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।
জানতে চাইলে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা যায়নি।
সানবিডি/ঢাকা/এসএস