দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টরের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। রবিবার সকাল ৮টায় দিনাজপুর-পার্বতীপুর সড়কের হাজির মোড় এলাকার এম.এস তেল পাম্পের সামনে ঘটে এই দুর্ঘটনা।
নিহত ভ্যানচালক উপজেলার আব্দুলপুর ইউনিয়নের সুখদেবপুর গ্রামের মৃত আব্দুল বাকীর ছেলে সিরাজুল ইসলাম (৪৭)।
স্থানীয়রা জানান, সিরাজুল ইসলাম ভ্যান নিয়ে বের হয়ে উপজেলার ঘুঘুড়াতলী যাওয়ার পথে হাজির মোড় এলাকার তেল পাম্পের সামনে এসে পৌঁছালে পেছন থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক্টর সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সানবিডি/ঢাকা/এসএস