পাবনার বিভিন্ন বিলে শীতকালীন অতিথি পাখি শিকার বন্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এসব অতিথি পাখি রক্ষায় সরকারের সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ ও বে-আইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
এ বিষয়ে বন ও পরিবেশ মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছেন আদালত। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট আইনুন্নাহার সিদ্দিকা।
এ-সংক্রান্ত জাতীয় দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদন আদালতের নজরে আনার পর বিষয়টি আমলে নিয়ে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিতে বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বিষয়টি নজরে আনেন লিগ্যাল এইডের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আইনুন্নাহার সিদ্দিকা।
অ্যাডভোকেট আইনুন্নাহার সিদ্দিকা জানান, শীতের আগমনে পাবনার বিভিন্ন বিলে অতিথি পাখির উপস্থিতি বেড়ে যায়। আর এ সুযোগে এক ধরনের উৎসুক শিকারি নির্বিচারে হত্যা করছে এসব পাখি।
এছাড়া বিলের পানি কমতে থাকায় পানকৌড়ি ও বেলেহাঁস খাবারের খোঁজে এসব বিলে ভিড় জমায়। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্তের রসনা বিলাসের জন্য পাখি শিকারিরা পরিবেশের ভারসাম্য রক্ষাকারী এসব পাখি রাতের আঁধারে মেরে ফেলছে।
সানবিডি/ঢাকা/এসএস