পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর রাইট শেয়ারসহ ৩ কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ, কুইন সাউথ টেক্সটাইল মিলস এবং সিলকো ফার্মাসিউটিক্যালস।
জানা গেছে, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর রাইট শেয়ারসহ অন্য দুই কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার সোমবার (২০জানুয়ারি) শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠানো হয়েছে।
গোল্ডেন হার্ভেস্ট এগ্রো শেয়ারহোল্ডারদের ৪.৩ অনুযায়ী ৪টি সাধারণ শেয়ারের বিপরীতে ৩টি রাইট শেয়ার, কুইন সাউথ টেক্সটাইল ১০ শতাংশ এবং সিলকো ফার্মাসিউটিক্যালস ১০ শতাংশ বোনাস শেয়ার দেয়ার ঘোষণা দেয়। কোম্পানিগুলোর বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং বার্ষিক সাধারণ সভায় (এজিএম) রাইট শেয়ার ও ঘোষিত বোনাস শেয়ার র সম্মতিক্রমে অনুমোদন হয়।
সানবিডি/এসকেএস