সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৪টি কোম্পানির ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৭৬ লাখ ৮৪ হাজার ৯৮৯টি শেয়ার ২৯ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৮ কোটি ৪২ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি বিকন ফার্মাসিউটিক্যালসের ১৫ কোটি ৪৮ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া ব্লক মার্কেটে এডিএন টেলিকমের ৫ লাখ ১৩ হাজার টাকার, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকের ৩ কোটি ৪৪ লাখ টাকার, ব্র্যাক ব্যাংকের২ কোটি ৫৫ লাখ ২৯ হাজার টাকার, ফাস ফাইন্যান্সের ৬ লাখ ৭৩ হাজার টাকার, ম্যারিকোর ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার, নর্দার্ণ জুটের ৩১ লাখ ৩০ হাজার টাকার, অলিম্পিকের ১ কোটি ৬২ হাজার টাকার, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৫ লাখ ৯০ হাজার টাকার, সুহৃদের ৫৭ লাখ ৭৭ হাজার টাকার, সিনোবাংলার ১৫ লাখ ৩৮ হাজার টাকার, এসকে ট্রিমসের ৮৩ লাখ ৮১ হাজার টাকার, এসএস স্টিলের ১ কোটি ৪৩ লাখ টাকার এবং সামিট পাওয়ারের ৮১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সানবিডি/এসকেএস