পূবালী ব্যাংক ও বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২০ ১৯:৩০:২৪


পূবালী ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড এর মধ্যে একটি চুক্তি আজ স্বাক্ষরিত হয়েছে।

সাম্প্রতিক সময়ে এ চুক্তি রাজধানীর একটি স্থানে  স্বাক্ষরটি অনুষ্ঠিত হয়।

স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন পূবালী ব্যাংক লিমিটেডের হেড অব কার্ডস্ ও উপ-মহাব্যবস্থাপক অসীম কুমার রায় এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড এর ডিরেক্টর ও সিইও আল ইমরান চৌধুরী।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী; বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার এম এ কবির এবং ঢাকা মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ আব্দুল ওয়াদুদ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে পূবালী ব্যাংক লিমিটেডের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং কার্ডহোল্ডারগণ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড এর চিকিৎসা সেবা গ্রহণে সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড়সহ বিভিন্ন সুবিধা ভোগ করবেন।