বাংলাদেশ যুাবার প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১১ ওভারেই জয় তুলে নিয়ে দুর্দান্ত শুরু করেছিল । আজ স্কটল্যান্ডের বিপক্ষে জিতলেই যুব বিশ্বকাপের পরের রাউন্ড নিশ্চিত হয়ে যাবে টাইগার যুবাদের।
দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমের উইট্রান্ড ক্রিকেট অ্যাকাডেমি মাঠে ইউরোপিয়ান প্রতিপক্ষ স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে আকবর আলি অ্যান্ড কোং। এই ম্যাচে বাংলাদেশের জয় প্রত্যাশিতই।
তবে, শুরুতেই কিন্তু টস ভাগ্যে হেরেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্কটল্যান্ড অধিনায়ক অঙ্গাস গাই।
প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে স্কটিশরা। ওই ম্যাচে ২৩০ বল হাতে রেখে জিতে যায় পাকিস্তান। স্কটল্যান্ড অলআউট হয়েছিল ৭৫ রানে। পাকিস্তান ১১.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
সানবিডি/এনজে