পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরে ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
কোম্পানিগুলো হলো: স্কয়ার টেক্সটাইল, স্কয়ার ফার্মা, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, জিকিউ বলপেন এবং কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে নগদ লভ্যাংশ শেয়ার হোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। যেসব বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিইএফটিএন নেটওয়ার্কসের মাধ্যমে পাঠানো সম্ভব না তাদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিজস্ব ঠিকানায় পাঠানো হয়েছে।
সানবিডি/এসকেএস