হঠাৎ করেই দিনাজপুরে চালের দাম তুঙ্গে
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০১-২২ ১২:০৭:২৯
উত্তরের ধানের ভান্ডার দিনাজপুরে হঠাৎ করেই বেড়ে তুঙ্গে উঠেছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম বস্তা প্রতি বেড়েছে দেড়শ টাকা। তবে, চালকল মালিকদের দাবি, ধানের দাম বেড়েছে তাই চালের দামে এর প্রভাব পড়েছে।
গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে সব ধরনের চালের দাম কেজিতে ৩ টাকা বেড়ে গেছে। ৪২ টাকা কেজির মিনিকেট ৪৫ টাকায়, ৩৫/৩৬ টাকা কেজির আটাশ চাল ৩৯ টাকা, ২৫/২৬ টাকার গুটি স্বর্না ২৮ টাকা এবং ৫০ টাকার নাজিরশাইল বিক্রি হচ্ছে ৫৬ টাকায়।
হঠাৎ চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। দাম বাড়ার পেছনে চালকল মালিক ও মজুতদারদের কারসাজিকে দায়ী করছেন খুচরা বিক্রেতারা।
আর, জেলার চালকল মালিকরা বলছেন, ধানের দাম বাড়ায় চালের দামে এর প্রভাব পড়েছে। বরং মোটা চাল আগের চেয়ে অনেক কম দামে বিক্রি হচ্ছে বলে দাবি তাদের।
সানবিডি/এনজে