বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রভিশন রাখার এ্চ্ছিক সুবিধার বিদ্যমান মেয়াদ অতিরিক্ত আরও ২ (দুই) বছর বর্ধিত করেছে।
বুধবার বিএসইসির ৭১৫তম কমিশন সভায় এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। বিএসইবির নির্বাহী পরিচালক মো: আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার এসোসিয়েশন (বিএমবিএ) এর আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন, বিএসইসির নির্দেশনা নং এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/২০৩ তারিখ: ২৮ ডিসেম্বর ২০১৭ এর মাধ্যমে প্রদন্ত মার্চেন্ট ব্যাংকারের নিজস্ব ও মক্কেলের পোর্টফোলিওতে পুনঃমূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির (Unrealized Loss) বিপরীতে রক্ষিতব্য প্রভিশন (Provision) রাখার এ্চ্ছিক সুবিধার বিদ্যমান মেয়াদ অতিরিক্ত আরও ২ (দুই) বছর বর্ধিত করেছে।
সানবিডি/এসকেএস