সদ্য ভূমিষ্ট হওয়া জমজ তিন নবজাতকের নাম রাখা হয়েছে ‘রজব’, ‘তাইয়িব’ ও ‘এরদোগান’। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগানের প্রতি ভালবাসার দৃষ্টান্ত দেখিয়ে তুরস্ক প্রবাসী বাংলাদেশি এক দম্পতি নিজেদের যমজ তিন নবজাতকের এই নাম রেখেছেন।
মঙ্গলবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি আরবির এক প্রতিবেদনে জানানো হয়, যমজ তিন ভাই বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় ও তুরস্কের দুর্যোগ ও জরুরী ব্যবস্থাপনা বিভাগের অর্থায়নে তুরস্কে প্রতিষ্ঠিত একটি হাসপাতালে জন্মগ্রহণ করে।
আনাদুলুর দাবি, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের সাহায্য সহযোগিতায় তুরস্কের গুরুত্বপূর্ণ অবদান প্রেসিডেন্ট এরদোগান ও তুর্কি জনগণের প্রতি বাংলাদেশের মানুষের ভালবাসা ও কৃতজ্ঞতা অর্জন করতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে সিরিয়ার এক দম্পতি তাদের তিন যমজ নবজাতকের নাম রাখেন যথাক্রমে ‘রজব’, ‘তাইয়িব’ ও ‘আমেনা’। দুই ছেলে শিশুর নাম প্রেসিডেন্ট এরদোগানের নামের সঙ্গে এবং এক মেয়ে শিশুর নাম রাখেন প্রেসিডেন্টের স্ত্রী আমেনা এরদোগানের নামের সঙ্গে মিলিয়ে। সূত্র: আনাদুলু নিউজ এজেন্সি
সানবিডি/ঢাকা/এসএস