সম্পদ ও জীবনের ঝুঁকি শতভাগ বীমার আওতায় আনতে চায় সরকার
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-০১-২২ ২১:২৪:৩৪

দেশের সম্পদ ও জীবনের ঝুকি শতভাগ বীমার আওতায় আনতে চায় সরকার। সেই লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী। আজ বুধবার খুলনা বীমা মেলা উপলক্ষ্যে কর্তৃপক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আইডিআরএ চেয়ারম্যান বলেন, বীমাখাতে সরকারের লক্ষ্য হলো আপামর জনসাধারণকে ধাপে ধাপে বীমার আওতায় নিয়ে আসা। মানুষের জীবন, স্বাস্থ্য ও সম্পদের বিভিন্ন অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলার মাধ্যমে অন্যতম মানবাধিকার হিসেবে সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা।
শফিকুর রহমান পাটোয়ারী আরও বলেন, বীমাখাতে সরকারের ভিশন ও মিশন বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি খুলনায় দু’দিনব্যাপী চতুর্থ বীমা মেলা ২০১৯ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বিআইএ এবং বিআইএফ এ মেলা আয়োজনে সহযোগিতা করছে।
আইডিআরএ চেয়ারম্যান বলেন, বীমার উপকারীতা সম্পর্কে জনগণকে অবহিত করার জন্য বীমার প্রচার বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে বীমাশিল্পের উন্নয়নে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিভিন্ন পদেক্ষেপ গ্রহণ ও তা বাস্তবায়ন করেছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাস, সদস্য বোরহান উদ্দিন আহমেদ, সদস্য ড. এম মোশাররফ হোসেন; নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) ড. শেখ মহ. রেজাউল ইসলাম, নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদ, পপুলার লাইফের সিইও এবং বিআইএফ’র প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী প্রমুখ।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











