পাকিস্তানের মাটিতে পা রেখেছে টাইগাররা
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২৩ ১০:৪০:০৪

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানের মাটিতে পা রেখেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার পর বাংলাদেশ জাতীয় দল বহনকারী বিমান লাহোর বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে বুধবার রাত ৮টার দিকে একটি বিশেষ ফ্লাইটে (চার্টার্ড ফ্লাইট) করে দেশ ছাড়েন মাহমুদউল্লাহরা।
আগামী ২৪ তারিখ থেকে মাঠে গড়াবে এই টি-টোয়েন্টি সিরিজ। অপর দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ও ২৭ জানুয়ারি। সবগুলো ম্যাচই শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায়। যা বাংলাদেশ সময়ে দাঁড়াচ্ছে দুপুর ৩টা।
নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফর নিয়ে শুরু থেকেই অনীহা প্রকাশ করে আসছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সরকারের অনুমতির পর শেষ পর্যন্ত পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে সম্মতি জানায় বিসিবি। তিন ধাপে পাকিস্তান সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন মাহমুদউল্লাহরা।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












