সম্প্রতি ইারানের নাম্বার ওয়ান জেনারেলে কাসম সোলায়মানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র।এ ঘটনার প্রতিশোধ নিতে ইরাকের বাগদাদে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই হামলায় মস্তিষ্কের আঘাত জনিত সমস্যায় (টিবিআই) চিকিৎসা নিয়েছেন ৩৪ মার্কিন সেনা।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন শুক্রবার এ তথ্য জানিয়েছে।
পেন্টাগনের মুখপাত্র জানিয়েছেন, এখনো ১৭ মার্কিন সেনার চিকিৎসা চলছে
গত ৮ই জানুয়ারির ওই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন হামলায় কোনো মার্কিন সেনা আহত হননি।
কিন্তু গত সপ্তাহে পেন্টাগন জানায়, ১১ সেনা মাথায় আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পেন্টাগন এ কথা জানানোর পরপরই ট্রাম্প স্বীকার করেন, খানিকটা মাথাব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তারা। এবার এ সংখ্যা ৩৪ জনে বলে জানাল পেন্টাগন।
গত ৩রা জানুয়ারি ইরাকের বাগদাদে ইরানের কুদস ফোর্সের প্রধান কাশেম সোলাইমানিকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে যুক্তরাষ্ট্র। এই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। প্রতিশোধ হিসেবে ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত দুটি মার্কিন বিমানঘাঁটি আইন আল-আসাদ ও ইরবিলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
ক্ষেপণাস্ত্র হামলার পর ইরান দাবি করেছিল যে, হামলায় ৮০ মার্কিন সেনা নিহত ও অন্তত ২০০ জন আহত হয়েছে।
সূত্র : বিবিসি
সানবিডি/এনজে