রুশ বিমানকে দেওয়া সতর্কবার্তার অডিও প্রকাশ
প্রকাশ: ২০১৫-১১-২৬ ১০:৪৫:৪৬
রুশ জঙ্গিবিমান ভূপাতিত করার আগে যে সতর্কবার্তা দেওয়া হয়েছিল, তার অডিও প্রকাশ করেছে তুরস্কের সেনাবাহিনী। বুধবার রাতে এ অডিও প্রকাশ করা হয়।
মঙ্গলবার সিরিয়া-তুরস্ক সীমান্তে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে একটি রুশ সুখেই-২৪ যুুদ্ধবিমান ভূপাতিত করে একটি তুর্কি এফ-১৬ বিমান। এর পরপরই তুরস্ক জানায়, রুশ বিমানটিকে অন্তত ১০ বার সতর্ক সংকেত দেওয়া হয়েছিল।
তবে বিধ্বস্ত বিমান থেকে উদ্ধার হওয়া রুশ বিমানের পাইলট কনস্তানতিন মুরাখতিন জানিয়েছিলেন, হামলার আগে তুরস্কের পক্ষ থেকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। বুধবার সিরিয়ায় রুশ হেমেইমিম বিমানঘাঁটিতে রাশিয়ান টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তিনি কোনোভাবেই তুর্কি আকাশসীমা লঙ্ঘন করেননি।
এর পরিপ্রেক্ষিতেই এই সতর্কবার্তার অডিওটি প্রকাশ করে তুর্কি কর্তৃপক্ষ। রুশ বিমানকে তুর্কি এফ-১৬ যুদ্ধবিমান থেকে নয় বরং তুরস্কের দিয়ারবাকির বিমানঘাঁটি থেকে সতর্কসংকেত দেওয়া হয়েছিল। ওই সতর্কবার্তায় বলা হচ্ছিল, ‘আপনি তুর্কি আকাশসীমায় প্রবেশ করেছেন, গতিপথ পরিবর্তন করুন। আপনার গতিপথ দক্ষিণে পরিবর্তন করুন।’