ঢাকার ধামরাইয়ে এক গরু ব্যবসায়ী আব্বাস আলীকে প্রকাশ্যে পিটিয়ে সাত লাখ ২৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে সানোড়া ইউনিয়নের আলোকদিয়া চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। আব্বাস আলী ধামরাইয়ের সাড়োনা ইউনিয়নের আলোকদিয়া গ্রামের মৃত হাছেন আলীর ছেলে।
পুলিশ জানায়, আব্বাস আলী সোমবার সকালে গরু কেনার জন্য বাড়ি থেকে সাত লাখ ২৫ হাজার টাকা নিয়ে হাটের উদ্দ্যেশ্যে রওনা হন। আগে থেকেই ওৎ পেতে থাকা স্থানীয় যুবক জুলহাস উদ্দিন, সুরুজ মিয়া ও উদ্রিস আলীসহ কয়েকজন তার গতিরোধ করে ব্যাপক মারধর করে। পরে ওই গরু ব্যবসায়ীর সঙ্গে থাকা টাকা লুট করে নেয় তারা। তার চিৎকারে আশেপাশের লোক এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের আটকে বিশেষ অভিযান চালানো হচ্ছে।
সানবিডি/ঢাকা/এসএস