ক্যারিয়ারের মূল্যবান ১৫টি বছর স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে কাটিয়েছেন । এর আগে বয়সভিত্তিক পর্যায়েও রিয়াল মাদ্রিদের যুব দলে খেলেছেন ৯ বছর। ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানিয়ে রিয়ালের যুব দলের কোচ ছিলেন ৫ বছর। সবমিলিয়ে রিয়ালের ঘরের ছেলেই বলা চলে সাবেক স্প্যানিশ মিডফিল্ডার হোসে মারিয়া গুতিয়ারেজ হার্নান্দেজকে (গুতি)।
তবে তার চোখে সেরা বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি। রিয়াল মাদ্রিদের হয়ে প্রায় সবকিছু জেতা ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তুলনা করা হলেও, মেসিকেই এগিয়ে রাখেন গুতি। তার মতে বিশ্বের সবচেয়ে প্রতিভাবান ফুটবলার মেসি। যে কি না সব ম্যাচেই অতিমানবীয় পারফরম্যানস করে থাকে।
গুতি বলেন, ‘আমি শুধুমাত্র এমন একজন ফুটবলারকে চিনি যে কি না প্রতি ম্যাচেই অতিমানবীয় সাফল্য পেয়ে থাকে এবং সেটা হলো মেসি। প্রতিবার সে মাঠে নামে আর নতুন কিছু হয়। অন্যদের খারাপ সময় আসে, মেসির তা নেই।’
এসময় রোনালদোর প্রসঙ্গ টেনে গুতি আরও বলেন, ‘এটা সত্যি যে সাম্প্রতিক সময়ে আমি বলেছি মেসিকে বেছে নেয়ার কথা। তবে আমি রোনালদোর অর্জনকেও সম্মান করি। সে দুর্দান্ত একজন খেলোয়াড়। তবে মেসিই বেশি প্রতিভাবান। রোনালদো মূলত গোলস্কোরার যার অনেক উচ্চাশা রয়েছে। সে অনেক পরিশ্রমী একজন ফুটবলার।’
তিনি বলেন, ‘মেসির যুগেও পাঁচটি ব্যালন ডি অর জিতেছে রোনালদো, যা সত্যিই অবিশ্বাস্য। সে দলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, যা রিয়াল মাদ্রিদেও দেখা দিয়েছে। সে সবসময়ই গুরুত্বপূর্ণ একজন। গোল করার দক্ষতায় অন্য যে কারও চেয়ে অনেক এগিয়ে। বিশেষ করে বড় ম্যাচগুলোতে।’
সানবিডি্/এনজে