দিনাজপুরের কাহারোল উপজেলার শ্যামনগর গ্রামের মার্ষ্টাস পাস করা বেকার যুবক আলী হোসেন।গরু-ছাগল পালনের মাধ্যমে বেকারত্ব দূর করে সফলতার স্বপ্ন তার।বেকারত্বের দূর্বিষহ জীবনে সবকিছুই তার কঠিন মনে হচ্ছিল।পরিবারের সকলের কাছেই বোঝা ছিলেন তিনি।অনেক চেষ্টা করার পরে কোথাও কোন চাকুরী হচ্ছিল না তার।চাকরি না হলে কী হবে?জীবনে বেঁচে থাকার তো অবলম্বন প্রয়োজন।এবার তাই চিন্তা-ভাবনা করলেন যে কোন ভাবেই বেকারত্ব দূর করার চেষ্টা করতে হবে।
আলী হোসেন সানবিডি প্রতিনিধিকে জানান, চিন্তা মোতাবেক কিছু টাকা জোগাড় করে তিনটি ছাগল ও দুটি গাই গরু কিনলো সে। এরপর বাড়ির কাছে নদীর তীরে প্রতিদিন ছাগল এবং গরুগুলো চরাতে যায়।সেখানে তিন বছরের ব্যবধানে এখন তার ২০ টি ছাগল এবং ৬টি গরু রয়েছে। এর মাঝে অনেকগুলো ছাগল বিক্রি করেছেন তিনি।তার গরুগুলো এখন দুধ দেয়।কয়েকটি গরু বিক্রিও করেছেন তিনি।তার জীবন থেকে বেকারত্বের গ্লানি দূর হয়েছে।এসব গরু-ছাগল দিয়ে আরো বড় খামার করার পরিকল্পনা তার।
তিনি বলেন,তাকে দেখে এই এলাকার অনেক যুবক গরু-ছাগল পালনে উৎসাহিত হচ্ছে।
সানবিডি/নুরুজ্জামান