পুঁজিবাজারের চলমান সংকট নিরশনে সহযোগীতার আশ্বাস দিয়েছেন প্রধান মন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান। আজ মঙ্গলবার বিএমবিএ-এর নব-নির্বাচিত সভাপতি ছায়েদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের এক সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এই এই আশ্বাস দেন।
বৈঠক সূত্রে জানা গেছে, পুঁজিবাজারের চলমান সমস্যাগুলো অর্থ উপদেষ্টার কাছে তুলে ধরেন বিএমবিএ সভাপতি ছায়েদুর রহমান। পরে অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান তিনি পুঁজিবাজারের উন্নয়নে সব ধরণের সহযোগীতা করার আশ্বাস দেন।
বিএমবিএ মহাসচিব রিয়াদ মতিন, নির্বাহী সদস্য মাহবুব এইচ. মজুমদার, ওবায়দুর রহমান ও মোহাম্মদ নজরুল ইসলাম।