যশোরে আজ বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ভোরে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর ও যশোর-খুলনা সড়কের রাজারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহতরা হলেন বাঘারপাড়া উপজেলার জয়নগর গ্রামে জবির মোল্লার ছেলে মহিউদ্দিন (৫০) ও চুয়াডাঙ্গার সদর উপজেলার ছোট সলুয়া গ্রামের মাহাতাব আলীর ছেলে শাহাবুর মিয়া (৪৫)।
যশোর কোতোয়ালি থানার ওসি মোহাম্মাদ মনিরুজ্জামান জানান, আজ ভোরে নৈশপ্রহরী মহিউদ্দিন যশোর শহরের নিউমার্কেট থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বাহাদুরপুর গ্রামের মান্দারতলা এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যান পেছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ ছাড়া ভোররাতে ব্যবসায়ী শাহাবুর মিয়া একটি পিকআপ ভ্যানে করে রাজারহাট থেকে যশোর শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাড়ির সঙ্গে ধাক্কা দিলে শাহাবুর মিয়া গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।