পূর্ব আফগানিস্তানে তালেবানের হামলায় বিধ্বস্ত সামরিক বিমানের অবশিষ্টাংশ থেকে মঙ্গলবার দুই পাইলটের মরদেহ উদ্ধার করেছে মার্কিন বাহিনী।
এর আগে আফগান বাহিনী ওই এলাকায় ঢুকতে চাইলে বিদ্রোহীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে।
যুদ্ধক্ষেত্রে যোগাযোগের জন্য ব্যবহার করা হয় বোম্বারডিয়ার ই-১১এ নামের এই যুদ্ধবিমান। সোমবার একটি তুষার ঢাকা এলাকায় এটি বিধ্বস্ত হয়।
এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী বলছে, দুর্ঘটনাস্থল থেকে দুই ব্যক্তির দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে, তার পাশেই ওই মরদেহ পাওয়া গেছে। স্থানীয় আফগান সম্প্রদায় নিজের সংস্কৃতি অনুসারে তাদের প্রতি মর্যাদাপূর্ণ আচরণ করেছেন।
বিবৃতি জানায়, বিমানের বিভিন্ন অবশিষ্টাংশ ধ্বংস করে দিয়েছে মার্কিন বাহিনী। বিশ্লেষণের জন্য ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আবারো জানায়, শত্রুতের গুলিতে এই বিমান বিধ্বস্ত হয়েছে বলে কোনো আভাস পাওয়া যায়নি।
মার্কিন সেনাবাহিনীর ওই দুই সদস্য ছাড়া আর কেউ বিমানটিতে ছিলেন না বলে জানিয়েছেন কর্মকর্তারা। গজনি প্রদেশের পুলিশ প্রধান খালিদ ওয়ারদাক বলেন, দুর্ঘটনাস্থল থেকে মঙ্গলবার বিমানে করে ওই দুই মরদেহ নিয়ে যাওয়া হয়েছে।
সানবিডি/এনজে