জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থবর্ষের ফল প্রকাশ
প্রকাশ: ২০১৫-১১-২৬ ১৭:৫৮:০৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের অনার্স চতুর্থবর্ষের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, এবারের পরীক্ষায় পাসের হার ৭৬ দশমিক ১২ শতাংশ। পরীক্ষায় ২৮টি অনার্স বিষয়ে ২৪৫টি কলেজে মোট ১ লাখ চার হাজার ৪৫১ পরীক্ষার্থী অংশ নেন।
প্রকাশিত ফল মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ম্যাসেজ অপশনে গিয়ে nuh4Roll লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফল জানা যাবে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে পাওয়া যাবে ফল।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













