
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বিএসআরএম স্টীল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির দর কমেছে ১৩ দশমিক ২২ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি ২ কোটি ২৭ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৫ লাখ ৪০ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে থাকা আইসিবির দর কমেছে ১২ দশমিক ৫১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি ৪ কোটি ৭৩ লাখ ৩১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯৪ লাখ ৬৬ হাজার ২০০ টাকা।
তৃতীয় স্থানে থাকা বিআইএফসির দর কমেছে ১২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি ২ লাখ ৮৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫৭ হাজার ২০০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১১ দশমিক ৩২ শতাংশ, সিলকো ফার্মার ১১ দশমিক ১৫ শতাংশ, বিডি ল্যাম্পসের ১১ দশমিক ১১ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১১ দশমিক ১১ শতাংশ,, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ১১ দশমিক ১১ শতাংশ,, এমআই সিমেন্টের ১০ দশমিক ৬৫ শতাংশ, ও জেমিনি সী ফুডের ১১ দশমিক ৬০ শতাংশ শেয়ার দর কমেছে।
সানবিডি/এসকেএস