জনপ্রিয় ইউনিয়ন ব্যাংকের সু-কন্যা ও অনন্যা
প্রকাশ: ২০১৫-১১-২৬ ১৯:২৪:৩১
ব্যাংকিং মেলা-২০১৫ তে অবস্থিত নতুন প্রজন্মের ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ‘সু-কন্যা’ ও ‘অনন্যা’ দুইই আছে। নারী উদ্যোক্তাদের জন্য নেয়া দুটি ঋণ কর্মসূচিকে এভাবে নামকরণ করেছে ব্যাংকটি। যা মেলায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত পাঁচ দিনব্যপী ব্যাংকিং মেলায় রয়েছে সবগুলো সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকের স্টল। এর মধ্যে নারী উদ্যেক্তাদের জন্য বিশেষ গুরুত্ব দিয়ে স্বল্প সুদে এ ‘সু-কন্যা’ ও ‘অনন্যা’ নামের দু’টি ঋণ কার্যক্রম পরিচালনা করছে ব্যাংকটি।
‘সু-কন্যা’র অনুকূলে নারী উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে শুরু করে সাড়ে সাত লাখ টাকা ঋণ নিতে পারবে। যা পরিশোধের সময়সীমা ১২ থেকে ৩৬ মাস। বিশেষ ক্ষেত্রে ৫ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ প্রদান করা হয় ‘সু-কন্যা’র অনুকূলে। ব্যাংকটি ১০ শতাংশ সুদে ঋণ বিতরণ করছে ৩ লাখ টাকা পর্যন্ত।
আর যেসব নারীরা উৎপাদনমুখি শিল্পে জড়িত রয়েছেন তাদের দেয়া হচ্ছে ‘অনন্যা’। এখানে ৫০ হাজার টাকা থেকে ১৫ লাখ পর্যন্ত ঋণ বিতরণ করা হয়ে থাকে। ১০ শতাংশ সুদে বিতরণ করা এ ঋণ প্রসেসিংয়ে ১ শতাংশ ফি নেয়া হয়। এই ঋণপ্রাপ্তির ক্ষেত্রে অবশ্য ২ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা প্রয়োজন হবে।
ব্যাংকটির ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মামুনুর রশীদ বলেন, ‘বর্তমানে চারটি প্রোডাক্ট চালু রয়েছে আমাদের। সু-কন্য ও অনন্যা বাদে রয়েছে উৎসব ও ব্যবসা। এছাড়া আমরা ১৬ শতাংশ সুদে কার হাউজ লোন ও ১৫ শতাংশ সুদে সেলারি লোন দিচ্ছি।’
মেলায় তরুণদের উপস্থিতি বেশি উল্লেখ করে তিনি বলেন, ‘অনেকে এখনো জানে না, তবে যে সারা পাওয়া যাচ্ছে তা খারাপ না। এটা ভালো একটা উদ্যোগ। কারণ গ্রাহকরা একই জায়গা থেকে সব ব্যাংকের বিষয়ে জানতে পারছে।’
নিজেদের জনপ্রিয় প্রোডাক্টের মধ্যে ডিপোজিট প্রোডাক্টগুলো অন্যান্যদের চেয়ে বেশ ভালো বলে জানান মামুনুর রশীদ।