আখের অভাবে বন্ধ হলো ‍সুগার মিলের উৎপাদন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-০৩ ১১:৪৭:২৭


ঠাকুরগাঁয়ে পর্যাপ্ত পরিমাণ আখের অভাবে বন্ধ হয়ে গেছে সুগার মিলের উৎপাদন। যার জন্য চলতি মাড়াই মৌসুমে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না চিনি কলটি। এতে গত কয়েক বছরের মতো এবারও চিনিকলটি কোটি কোটি টাকা লোকসান নিয়ে বন্ধ হলো। শুক্রবার দুপুরে জেলার সুগার মিলস্‌ লিমিটেড এর এবারের ৬২তম আখ মাড়াই মৌসুমের সমাপ্তি ঘোষণা করেন মিলটির ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন।

চিনিকল সূত্রে জানা গেছে, এবার জেলা সুগার মিলস এর ৬২তম আখ মাড়াই শুরু হলেও নির্ধারিত দিনের ২মাস আগেই সমাপ্তি টানতে হলো মিল কর্তৃপক্ষকে। মাত্র ৪২ দিনের কার্যক্রমে সমাপ্তি হয় এবারে আখ মাড়াই। ৬৫ হাজার টন আখ ও ৪৭ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম শুরু করলেও এ পর্যন্ত ৪২ দিনে ৫৩ হাজার ৭৩০ টন আখ এবং ৩২০১ টন চিনি উৎপাদন হয়েছে বলে জানা গেছে। মিলের ডেপুটি প্রোডাক্‌শন ম্যানেজার হাসানুজ্জামান বলেন, এ বছর জেলার ১৪ হাজার একর জমিতে আখ চাষ হয়। তবে পর্যাপ্ত আখের বন্ধ করতে হলো মিল।

মিলের মাড়াই কার্যক্রম সময়ের আগে শেষ হলেও এবার লোকসানের পরিমাণ অন্যান্য বারের তুলনায় কম। এছাড়াও এবছর আখচাষীরা সময়মতো আখের মূল্য পাওয়ায় আগামীবার আখ আবাদের পরিমাণও বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, গত অর্থ বছরের ৭৯ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে এবারের ৬২ তম আখ মাড়াই মৌসুম শেষ হয়।

সানবিডি/এনজে