একমাত্র টেস্ট খেলতে ইসলামাবাদ পৌঁছেছেন মুমিনুলরা
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২০-০২-০৫ ১১:২১:০৪

সম্প্রতি পাকিস্তান সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে এসেছে জাতীয় দল। এবার একমাত্র টেস্ট খেলতে কড়া নিরাপত্তা বেষ্টনীর ভেতরে থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে টাইগাররা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ সকালে তাদের অফিসিয়াল টুইট অ্যাকাউন্ট থেকে বিষয়টি নিশ্চিত করেছে। পিসিবি লিখেছে, ‘বাংলাদেশ দল এখন ইসলামাবাদের টিম হেটেলে। শুক্রবার শুরু হচ্ছে টেস্ট। আপনার টিকিট সংগ্রহ করে রাখুন।’
এ ব্যাপারে পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, আজকের দিনটি টিম হোটেলে বিশ্রামে কাটাবেন মুমিনুলরা। আগামীকাল পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভীর নিমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












