মানুষের মস্তিষ্ক বিক্রির ব্যবসা! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। অভিযোগটি স্বীকারও করেছে অভিযুক্ত। আর শুধু বিক্রিই নয়। কিনেছেনও কেউ কেউ। জানিয়েছেন, একটি মেডিক্যাল মিউজিয়ামে ঢুকে পড়ে চুরি করে সংরক্ষিত মানব মস্তিষ্ক ও কিছু কোষ। এরপর সেগুলি বিক্রি করছিল অনলাইনে।
ডেভিড চার্লস নামে ওই ব্যক্তি অভিযোগের কথা স্বীকার করেছে। আদালতে তার বিরুদ্ধে ছ'টি ধারায় মামলা হয়েছে। তাকে তিন বছর নির্বাসনের দণ্ড দিয়েছেন বিচারক। জানা গিয়েছে ওই ব্যক্তি একাধিকবার ঢোকে ইন্ডিয়ানা মেডিক্যাল হিস্ট্রি মিউজিয়ামে। সেখানে গিয়ে কয়েক জার ব্রেন আর মান শরীরের কোষ চুরি করে নিবে আসে।
১৮৪৮ সালে ইন্ডিয়ানায় স্থাপিত হয় একটি হাসপাতাল। সেটাই পরবর্তীকালে পরিবর্তিত হয়ে মিউজিয়ামে পরিণত হয়। সেখানে মানব শরীরের বিভিন্ন অংশ সংরক্ষিত অবস্থায় থাকে।
ই-বে থেকে এক ব্যক্তি ৬০০ ডলারে ছয় জার ব্রেন কেনেন। আর সেখান থেকেই নজর পড়ে পুলিশের। মিউজিয়ামের চুরি যাওয়া জিনিসের সঙ্গে মিলিয়ে দেখা হয়। পুলিশ মোট ৮০ জার মানব কোষ উদ্ধার করেছে।