অস্কারে মনোনয়ন পেলো চলচ্চিত্র মুহাম্মদ (স.)

প্রকাশ: ২০১৫-০৯-২৮ ২১:৪৭:১৪


14_84954অস্কারে যাচ্ছে ইরানের বিখ্যাত পরিচালক মাজিদ মাজিদির সাম্প্রতিক ছবি ‘মুহাম্মদ (স.) : দ্য মেসেঞ্জার অব গড’। ৮৮তম অস্কারে ইরানের প্রতিনিধিত্ব করবে ছবিটি।

ইসলাম ধর্মের সবশেষ নবী হজরত মুহাম্মদ (স.)-এর জীবনের প্রথম ভাগের ওপর নির্মিত হয়েছে ছবিটি। এটি ইরানের সবচেয়ে ব্যয়বহুল ছবি। এর পেছনে ব্যয় হয়েছে প্রায় ৪০ মিলিয়ন ডলার।

চলচ্চিত্রটি নির্মাণের পটভূমি সম্পর্কে পরিচালক মাজিদি বলেন, বিভিন্ন জঙ্গিগোষ্ঠী ইসলামের যে ‘সহিংস চরিত্র’ তৈরি করেছে তা দূর করতেই তিনি এই ছবিটি নির্মাণ করেছেন।

বিশাল বাজেটের এই ছবিতে কাজ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের কারিগরি বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরা। সিনেমাটোগ্রাফি করেছেন তিনবার অস্কার জেতা ইতালির ভিত্তোরিও স্তোরেরো, সংগীত সংযোজনে কাজ করেছেন ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান।

সানবিডি/ঢাকা/রাআ