
দুবাইভিত্তিক হ্যাকিং গ্রুপ আওয়ার মাইন ফেইসবুকের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে ।হ্যাকিংয়ের পর অ্যাকাউন্টটিতে টুইট করে বলে, ফেইসবুকও হ্যাক করা যায়। তবে টুইটারের চেয়ে তাদের সিকিউরিটি ভালো। সিকিউরিটি ব্যবস্থা আরও উন্নত করতে যোগাযোগের জন্য তারা ইমেইল ও ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দেয়।
এছাড়া, ইনস্টাগ্রামে ফেইসবুক ও ম্যাসেঞ্জারের অ্যাকাউন্ট হ্যাক করে নিজেদের লোগো পোস্ট করে তারা। হ্যাকিংয়ের বিষয়ে টুইটার বলে, থার্ড পার্টি প্ল্যাটফর্ম ব্যবহার করে হ্যাকিং করা হয়েছে। অ্যাকাউন্ট রিস্টোরে কাজ চলছে। এরপর ৩০ মিনিটের মধ্যেই সবগুলো অ্যাকাউন্ট রিস্টোর করা হয়।