বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডকে ৩২ রানে অলআউট করে বাংলাদেশী নারীরা।
থাইল্যান্ড ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আয়শা-শারমিনের উদ্বোধনী জুটিতে ৩৮ রান করে বাংলাদেশ। ব্যক্তিগত ১২ রানে শারমিন রানআউট করে বিদায় নেন। এরপর ছোট ছোট জুটিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৫ রান করে বাংলাদেশের নারীরা।
দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন আয়শা রহমান। এছাড়া ফারজানা হক ২৩, শায়লা শারমিন ১৭, শারমিন আকতার ১২ রান করেন।
থাইল্যান্ডের পক্ষে সুলেপর্ন লোয়ামি ও নাটিয়া বোচাথম নেন ২টি করে উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে রিতু-রুমানাদের বোলিং তোপে লন্ডভন্ড হয়ে যায় থাইল্যান্ডের ব্যাটিং লইনআপ।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে থাই নারীরা। দলের পক্ষে একমাত্র ডাবল ফিগার ছুতে পেরেছেন চানিদা সুটিরং। তিনি করেছেন মহামূল্যবান ১৩টি রান। এছাড়া নারুইমল চাইওয়াই ৭, সুলেপর্ন লোয়ামি ও অধিনায়ক সোমনারিন টিপস করেন ৫ রান করে। বাকিরা সবার নামের পাশে ০ রানই লেখা চিল স্কোরবোর্ডে। অতিরিক্ত খাতে আসে আরো ২টি রান।
১৪ ওভার ৪ বলে মাত্র ৩২ রানে থাইল্যান্ডের ইনিংসের সমাপ্তি ঘটে।
বাংলাদেশের পক্ষে রিতু মনি, ফাহিমা, রুমানা নেন ২টি করে উইকেট। অধিনায়ক জাহানারা আলম ও শায়লা শারমিন নেন ১টি করে উইকেট। বাকি ২জন রান আউটের কবলে পড়েন।
ফলে বাংলাদেশ ৭৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচ সেরা হন আয়শা রহমান।