ইসলামী বিশ্ববিদ্যলয়ে ট্রেনিং ফর রিসার্চ ম্যাথডলজি অ্যান্ড কন্ডাক্টিং ই- রিসার্চ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল কোয়ালিটি আ্যসুরেন্স সেল(আইকিউএসি) সেমিনারটি আায়োজন করে।
শনিবার এ সেমিনারটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, সকাল সাড়ে ১০ টায় ফলিত পদার্থ বিজ্ঞান ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যপক ড:সোবহান এর উপস্থাপনায় সেমিনারটি শুরু হয়। সেমিনারে মুল গবেষক হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড:শাহ আাজম।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন ইন্টারন্যশনাল কোয়ালিটি আ্যসুরেন্স সেল এর সভাপতি প্রফেসর ড: হারুন উর রশিদ আাশকারি।এতে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইন্টারন্যাশনাল কোয়ালিটি আ্যসুরেন্স সেল এর সভাপতি প্রফেসর ড: হারুন উর রশিদ আাশকারি বলেন,আইকিউএসি বিভিন্ন সময় শিক্ষকদের গবেষনায় কাজ করে আসছে।তারই ধারাবাহিকতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে এই গবেষনামুলক সেমিনারের আয়োজন করা হয়েছে।