আ.লীগে মনোনয়ন দেয়ার ক্ষমতা শেখ হাসিনার হাতেই

আপডেট: ২০১৫-১১-২৮ ১৯:৫০:৩৪


Hasinaসারাদেশে ২৩৬টি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের প্রার্থীদের মনোনয়ন দেবেন সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয় জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) একটি চিঠির অনুলিপি পৌঁছে দিয়েছেন আওয়ামী লীগের পৌরসভা নির্বাচনের সমন্বয় পরিষদের সদস্য রিয়াজুল করিম কাউসার।

শনিবার দুপুরে নির্বাচন কমিশনের কার্যালয়ে এই চিঠি পৌঁছে দেন তিনি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে শামসুল আলম চিঠি গ্রহণ করেন।

পরে সাংবাদিকদের কাউসার বলেন, ‘সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না কেনো? এই বিষয়ে সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল রোববার নির্বাচন কমিশনের সাথে আলোচনা করতে আসবে।’

পরে নির্বাচন কমিশনের উপ-সচিব মোকলেছুর রহমান সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন বিধি অনুয়ায়ী দলের পক্ষ থেকে কারা প্রার্থী মনোনয়ন দেবেন তার তালিকা কমিশনে জমা দিতে ২৯ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে। এ পর্যন্ত ৫টি রাজনৈতিক দল তাদের পত্রের অনুলিপি জমা দিয়েছে। দলগুলো হলো- ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসাদ), বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি।’

এদিকে স্থানীয় সরকারে প্রথমবারের মতো পৌর নির্বাচনে মেয়র পদে দলীয়ভাবে ভোট হচ্ছে। অবশ্য সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে আগের মতো নির্দলীয়ভাবে ভোট হবে। দলীয় মনোনয়নের বাইরে ১০০ ভোটারের সমর্থনসূচক তালিকা দিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী হতে পারবে আগ্রহীরা। তবে সাবেক মেয়রদের স্বতন্ত্র মেয়র পদে নির্বাচনে অংশ নিতে সমর্থন তালিকা দেয়ার প্রয়োজন নেই।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিলের শেষ সময় ৩ ডিসেম্বর। মনোনয়নপত্র যাছাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর। আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে ২৩৪ পৌরসভায় ভোট হবে।