সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ফার্মা
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০২-১৫ ১১:১৫:১৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩৪ দশমিক ৮৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২০ কোটি ৮৭ লাখ ৭৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ১৭ লাখ ৫৪ হাজার ৬০০ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা আইসিবি এমপ্লোয়েজ প্রভিডেন্ড মিউচ্যুয়াল ফান্ড ওয়ান:স্কিম ওয়ানে দর বেড়েছে ৩০ দশমিক ৪৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩ কোটি ৭৮ লাখ ১৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭৫ লাখ ৬৩ হাজার ৬০০ টাকা।
তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের দর বেড়েছে ২৮ দশমিক ৯৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫৮ কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৬২ লাখ ৮৬ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এসকে ট্রিমসের ২৬ দশমিক ৩২ শতাংশ , আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ২২ দশমিক ৮১ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২৮ দশমিক ০৩ শতাংশ, ফার কেমিক্যালের ২০ দশমিক ৫৫ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ২০ দশমিক ৫৫ শতাংশ, হাক্কানি পাল্পের ২০ দশমিক ১১ শতাংশ ও এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ১৯ দশমিক ৪০ শতাংশ শেয়ার দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












