সাপ্তাহিক দর পতনের শীর্ষে শ্যামপুর সুগার
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০২-১৫ ১১:২৪:৪৮

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির দর কমেছে ১২ দশমিক ২৮ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৫ লাখ ৬১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ লাখ ১২ হাজার ২০০ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা নর্দার্ন জুটের দর কমেছে ১০ দশমিক ৪১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৬ কোটি ৬ লাখ ৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ২১ লাখ ২১ হাজার ২০০ টাকা।
তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন লুব্রিকেন্টসের দর কমেছে ৯ দশমিক ৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২ কোটি ৮ লাখ ৩৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ১৬ লাখ ৭ হাজার ২০০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে – সমতা লেদারের ৭ দশমিক ৫৪ শতাংশ , এমারেল্ড অয়েলের ৭ দশমিক ৩৩ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৭ দশমিক ১৭ শতাংশ, ইউনাইটেড এয়ারের ৬ দশমিক ২৫ শতাংশ, আরডি ফুডের ৬ দশমিক ১৬ শতাংশ, ডেল্টা স্পিনার্সের ৬ শতাংশ ও মুন্নু জুট স্ট্যাফলার্সের ৫ দশমিক ৫৮ শতাংশ শেয়ার দর কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












