রাবির ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশ
প্রকাশ: ২০১৫-১১-২৮ ১৭:৪৩:৫৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ (আইন অনুষদ) ইউনিটের অধীনে আইন বিভাগ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের প্রথমবর্ষ এলএলবি (সম্মান) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জোড় ও বিজোড় রোলের ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটর সেন্টারের প্রশাসক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটর সেন্টারের প্রশাসক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা জানান, ‘বি’ ইউনিটের ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.admission.ru.ac.bd ও ডিনস্ কমপ্লেক্সের নোটিশ বোর্ডে টানানো হয়েছে।
এ বছর ‘বি’ ইউনিটে মোট ১৬ হাজার ৪১১ জন শিক্ষার্থী আবেদন করে। যাদের বিজোড় ও জোড় রোল নম্বরে বিভক্ত করে দুইভাগে পরীক্ষা নেয়া হয়। জোড় ও বিজোড় মিলিয়ে মোট ৫৩৩ জন শিক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় ২০০টি আসনের বিপরীতে উত্তীর্ণ হয়।
আগামী ০৬ ডিসেম্বর ‘বি’ ইউনিটের বিজোড় ও জোড় রোল নম্বরধারীদের সাক্ষাৎকার সকাল ৯টা থেকে ১২টা ও ২টা থেকে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমপ্লেক্সে নেয়া হবে।
শিক্ষার্থীদের আগামী ০৪/১২/২০১৫ তারিখ শুক্রবার রাত ১০টার মধ্যে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.ru.ac.bd) বিভাগের পছন্দক্রমের ফরম পূরণ করে প্রিন্ট দিয়ে সাক্ষাৎকারের সময় নিয়ে আসতে বলা হয়েছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













