মহাকাশ থেকে শোনা যাচ্ছে রহস্যময় শব্দ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-১৫ ১৪:৩০:৪৬


কানাডিয়ান রেডিও সিগনালে মহাকাশ থেকে রহস্যময় এক শব্দ শোনা যাচ্ছে । ফার্স্ট রেডিও বার্সট (এফআরবি) নামে পরিচিত এই শব্দ নিয়ে একটি গবেষণাপত্রও লিখেছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

কানাডার চাইম টেলিস্কোপে সর্বপ্রথম এই শব্দ শোনা যায় ২০১৮ সালে। বিশেষভাবে শুধু ফার্স্ট রেডিও বার্সট সিগনাল শনাক্তের জন্য কানাডার ওকানোগান জলপ্রপাতের কাছে টেলিস্কপটি বসানো হয়।

শক্তিশালী টেলিস্কোপটির মাধ্যমে বিজ্ঞানীরা এ পর্যন্ত কয়েকশ’ এ রকম শব্দ শুনেছেন। তবে গবেষকরা জানিয়েছেন, শুধু এই শব্দেরই পুনরাবৃত্তি হচ্ছে, যা প্রতি ১৬ দিন পরপর শোনা যাচ্ছে।

প্রতিবার শব্দটি টানা চারদিন ধরে শোনা যায়। এরপরে ১২ দিনের জন্য নিরব হয়ে যায়। এ পর্যন্ত মোট ৪০৯ দিন শব্দটি শনাক্ত করা গেছে।

চাইমের গবেষকরা গত জানুয়ারিতে দাবি করেন, এই শব্দ আসছে এমন একটি ছায়াপথ থেকে যা পৃথিবী থেকে ৫০ কোটি আলোকবর্ষ দূরে। কী কারণে এমন শব্দ শোনা যাচ্ছে তা এখনো স্পষ্ট নয়। প্রতিটি শব্দের স্থায়ীত্ব কয়েক মিলিসেকেন্ডেরও কম।এর আগে ২০০৭ সালে মাত্র একটি শব্দের উৎস শনাক্ত করা গেছে।

সানবিডি/এনজে