পৌরভোট: জাপা প্রার্থীদের মনোনয়ন দেবেন এরশাদ
প্রকাশ: ২০১৫-১১-২৮ ১৭:৫০:১২

সারাদেশে ২৩৬টি পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির পক্ষ থেকে দলের প্রার্থীকে নিজেই মনোনয়ন দেবেন চেয়ারম্যান এইচ এম এরশাদ। এমনটাই জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) একটি চিঠির অনুলিপি পৌঁছে দিয়েছে জাতীয় পার্টির নেতারা।
জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব নূরুল ইসলাম নুরুর নেতৃত্বে একটি প্রতিনিধি শনিবার দুপুরে নির্বাচন কমিশনের কার্যালয়ে এই চিঠি পৌঁছে দেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে শামসুল আলমের কাছে এই চিঠি হস্তান্তর করেন তারা।
পরে নূরুল ইসলাম নুরু সাংবাদিকদের জানান, ইতিমধ্যে এই চিঠি সারাদেশের ২৩৬টি পৌরসভায় পাঠিয়ে দেয়া হয়েছে। আর চিঠি অনুযায়ী দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন দেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
নির্বাচনের জন্য জাতীয় পার্টি প্রস্তুত কি না জানতে চাইলে তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের জন্য আমাদের দল প্রস্তুত রয়েছে।’
প্রতিনিধি দলে আরো ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা হেলাল উদ্দিন এবং সুমন আশরাফ।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













